Product Summery
কুড়ি বছর যাবত বিবাহ বিচ্ছিন্ন দুটি মানুষ অনুসূয়া আর সুরঞ্জন। আজ সুরঞ্জন নামকরা হোমিওপ্যাথি ডাক্তার আর অনুসূয়া জনপ্রিয় লেখিকা। তাঁদের দুই মেয়ের একজন বড় হয়েছে বাবার তত্ত্বাবধানে আর অন্য জন মায়ের কাছে...
কুড়ি বছর যাবত বিবাহ বিচ্ছিন্ন দুটি মানুষ অনুসূয়া আর সুরঞ্জন। আজ সুরঞ্জন নামকরা হোমিওপ্যাথি ডাক্তার আর অনুসূয়া জনপ্রিয় লেখিকা। তাঁদের দুই মেয়ের একজন বড় হয়েছে বাবার তত্ত্বাবধানে আর অন্য জন মায়ের কাছে। ২৩ শে মার্চ ২০২০ বিশ্বজোড়া করোনার পুটিমারির প্রেক্ষিতে হঠাৎ লকডাউন ঘোষিত হল সারা দেশ জুড়ে। থেমে গেল সমস্ত পরিবহন ব্যবস্থা, গৃহবন্দি হয়ে গেল মানুষ। পরিস্থিতি বাধ্য করল অনুসূয়া, সুরঞ্জন আর তাদের দুই কন্যা মৌরি আর মিছরিকে এক ছাদের তলায় আটকে পড়তে। দিন গড়িয়ে চলল তারিখ থেকে তারিখে, বর্তমান থেকে অতীতে আবার অতীত থেকে বর্তমানে। কুড়ি বছর পর কি জোড়া লাগবে ওদের ভাঙ্গা পরিবার আর ভাঙ্গা মন?