Product Summery
ওরা থাকত এক মরুভূমির বুকে একটা বিশাল প্রাসাদে। বৃদ্ধা ঠাকুমা আর তার রোগা ক্ষয়াটে চেহারার কিশোরী নাতনি এরেন্দিরা। ওদের দুজনের আর কেউ নেই এই জগত সংসারে। রেশ রূপকথার মতো, তাই না? কিন্তু গল্পটা একদিন হঠাৎ অন্যরকম হয়ে গেল যখন এরেন্দিরার অসাবধানতায় পুড়ে ছাই হয়ে গেল তার ঠাকুমার সাধের প্রাসাদ। নাতনি বলে কিন্তু রেয়াত মিলল না এরেন্দিরার। তাকে পুরো ক্ষতিপূরণ দিতে হবে তার ঠাকুমাকে। কী আছে এরেন্দিরার? কিচ্ছু না শুধু জন্মসূত্রে পাওয়া নারী শরীরটা ছাড়া। ব্যস! হয়ে গেল