Product Summery
ডাঃ অনিরুদ্ধ দেবের মতো মনোগ্রাহী লেখনী খুব কম গল্পকারের আছে। যিনি সমস্যা, ভূতেদের জগতও কিন্তু তিনি কম বোঝেন না। তাই তার হাত ধরে, থুড়ি, কলম ধরে ভুতেরাও এবার হাজির নিজেদের অস্তিত্ব জাহির করতে! এক্কেবারে এক শো শতাংশ ভূতের গল্প। ঠিক যেমনটা হওয়া উচিৎ, ঠিক যেমনটা হয়। পোড়ো বাড়ি, পাহাড়, জঙ্গল আরও কত রকম প্রেক্ষাপটে ভয়, ভাবনা আর রুদ্ধশ্বাস রোমাঞ্চ! দু এক টুকরো হিউমারও মিশে রয়েছে এমন করে যে বইটি হাতে নিলে নামিয়ে রাখা শক্ত। পড়ার পর রাতে গা ছমছম করলে সে দায়িত্ব কিন্ত পাঠকের।